মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া পৌরশহরে দিনে দুপুরে শিক্ষক দম্পতির বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।অজ্ঞাত চোরের দল ওই বাড়ি
থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। শহরের গোপীনাথপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ ইউনুস আলীর ছেলে শিক্ষক সালাউদ্দিন আরিফ জানান,বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি এবং তার স্ত্রীসহ সন্তান’রা বাড়ির কাজের বুয়ার কাছে চাবি রেখে বিদ্যালয় চলে যান। এরপর কাজের বুয়া বাড়ির কাজকর্ম শেষ করে বাড়ির সামনের চায়ের দোকানী’র কাছে চাবি রেখে চলে যায়।
শিক্ষক সালাউদ্দিন আরিফ আরো জানান,অজ্ঞাত চোরের দল বাড়ির দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। চোরের দল তার শিশুসন্তানদের প্লাস্টিকের ব্যাংক ভেঙে নগদ ২৭ হাজার টাকা এবং স্টিলের আলমারি ভেঙ্গে কমপক্ষে ছয় ভরি স্বর্ণ,নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। চুরির ঘটনায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যা রাতেই লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।