মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মোটরসাইকেলের জন্য বন্ধুকে বন্ধু খুন করে বন্ধুর মোটরসাইকেল বিক্রি করে দিলো দুই বন্ধু,অতপর পুলিশের হাতে গ্রেফতার ২ দুই ঘাতক বন্ধু। নড়াইলে মোটরসাইকেলের জন্য ইয়াসিন মোল্যা (২২) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। (২৩ জানুয়ারি) সোমবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সাদিরা খাতুন সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দুজন হলেন,নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে হোসাইন মোল্যা ওরফে হামজা (২০) এবং একই গ্রামের মফিজ খানের ছেলে হাসিব খান (২০)। নিহত ইয়াসিন নড়াইল সদর উপজেলার ভওয়াখালি এলাকার বিল্লাল মোল্যার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এসময় পুলিশ সুপার বলেন,নিহত ইয়াসিনের লাশ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করে। প্রথামিক জিজ্ঞাসাবাদে আসামি’রা জানায়’গত (১৬ জানুয়ারি) রাতে ইয়াসিন তাদের সাথে নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মেলায় যাওয়ার উদ্দেশে নিজের মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বাড়ি থেকে বের হয়। ওই দিন রাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর তারা ঘটনাস্থলে আগুন জ্বালিয়ে আগুন পোহায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেল নেওয়ার জন্য হামজা ও হাসিব তাকে মারধর করে। এক পর্যায়ে ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। পরে তার লাশ খেজুর পাতা দিয়ে ঢেকে রাখে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু ও নিহত ইয়াসিনের ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) দুপুরে ইয়াসিন মোল্যার লাশ উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য,গত (১৬ জানুয়ারি) রাতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে মেলায় যাওয়ার কথা বলে বের হয় ইয়াসিন। পরে বিভিন্ন যায়গায় খোঁজখবর নিয়েও তার সন্ধান না পেয়ে বুধবার (১৮ জানুয়ারি) সদর থানায় সাধারণ ডায়েরি করেন ইয়াসিনের বড় বোন শিরিনা খানম। পরে গত রোববার দুপুরে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বিলে খেজুর পাতা দিয়ে ঢাকা ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ।
