নড়াইলে সত্যকে ধামাচাপা দিতে সর্বরোগের চিকিৎসক আব্দুর রউফের ভুয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলা’র আগদিয়া গ্রামের সর্বরোগের চিকিৎসক আঃ আব্দুর রউফ ওরফে খোকন হুজুর সত্যকে ধামাচাপা দিতে নিজের পরিচিত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। (২৩ জানুয়ারি) সোমবার দুপুরে আঃ আব্দুর রউফ ওরফে খোকন হুজুরের আগদিয়া জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে খোকন হুজুর বলেন,আমি ধর্মীয় সেবা দেয়ার পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা প্রদান করে আসছি। এখানে লিখিত বক্তব্যে ঘটনার সময় দিয়েছেন বিকালে কিন্তু ঘটনা ঘটেছে বেলা আনুমানিক ১২ টার দিকে। তিনি বলেছেন,দৈনিক আমার সংবাদ পত্রিকা ভুয়া,কিন্ত উনি জানেন না,উল্লেখিত পত্রিকাটি বাংলাদেশ সরকারের চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিএফপি তালিকায় ৮ম স্থানে সেই পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি রইচ উদ্দিন টিপু,এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও আঞ্চলিক পত্রিকা দৈনিক নওয়াপাড়া পত্রিকা’র রিপোর্টার মো:রফিকুল ইসলামকে অন্য পত্রিকার প্রতিনিধী পরিচয়ে পরিচিত করতে খোকন মুলধারার সাংবাদিকদেরকে কিভাবে ভুয়া সাংবাদিক আখ্যায়িত করলেন,সেটা সাংবাদিক সমাজ প্রশাসনের কাছে জানতে চাই? ভুয়া সর্বরোগের চিকিৎসক লিখিত বক্তব্যে’র সংগে তিনি ৯টি দালিলিক সনদ দিয়েছেন তার মধ্যে ট্রেড লাইসেন্স টি ঘটনার ৩ দিন পর সংগ্রহ করেছেন। চেয়ারম্যান কতৃক যে প্রত্যায়ন দিয়েছে সেই প্রত্যায়নে কোন তারিখ লিপিবদ্ধ নাই। ড্রাগ লাইসেন্স ইস্যুর তারিখ ১৮-২-১৪। ড্রাগ লাইসেন্স মেয়াদ উল্লেখ ০২ বছর। তাহলে উনার ড্রাগ লাইসেন্স কি বৈধতা আছে প্রশান জানাবেন? বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আর্য়ুবেদিক সিষ্টেমে অব মেডিসিন যে সনদটি দিয়েছেন,সেখানে ১৫ নভেম্বর ২০০৯ এর একটি তারিখ উল্লেখিত সীল দেওয়া কিন্ত তারই নীচের অংশে হাতে লেখা ১৪-১১-২০১৯ /১৪-১১-২০২৯। সেখানে নিবন্ধকের স্বাক্ষর শুন্য। বাংলাদেশ দেশীয় চিকিৎসা সমিতির সনদটির তারিখ ও কাটা ছেড়া। কামিল পাশের সনদে কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই,লেখা আছে আলিয়া মাদ্রাসা। পর্যালোচনায় দেখা যায় কথিত সর্বরোগের চিকিৎসক খোকনের সনদগুলি সন্দেহ জনক। ঘটনার দিন এবং কুচক্রীমহলের প্রবচনায় ঘটনার পরে নিজে বাচার জন্য সংবাদ সম্মেলনেও সর্বরোগের চিকিৎসক সাংবাদিকদের প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারেন নাই। সাংবাদিকদের নামে এই কথিত চিকিৎসক খোকন অপপ্রচার ও মিথ্যা মামলা করছে,আপনাদের লেখনির মাধামে প্রতিরোধ গড়ে তুলে মূল ধারার সাংবাদিকতাকে আরো বেগবান করে সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরবেন,পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সাংবাদিক সমাজ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *