ডিএনসি’র টেকনাফ বিশেষ জোনের পৃথক ৩ টি অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন কর্তৃক পরিচালিত টেকনাফ মডেল থানাধীন হ্নীলা, কে কে পাড়া এবং সদর এলাকায় তিনটি অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন টেকনাফের বিভিন্ন এলাকায় পৃথকভাবে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এর মধ্যে হ্নীলা এলাকা হতে রোহিঙ্গা সৈয়দ নুর(২২) কে ১০ হাজার পিস ইয়াবা সহ, কেকেপাড়া এলাকা হতে মোঃ সোহেল (৪১) কে ২০ হাজার পিস ইয়াবা সহ এবং টেকনাফ সদরের দিপ প্লাজা হতে মোঃ শফিক(১৯) এবং আল শাহাদাতকে (২৫)  ১০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে ,নীলা থেকে গ্রেপ্তারকৃত আসামি সৈয়দ নুর (রোহিঙ্গা) পিতা জাফর আলম, মাতা জুবেদা খাতুন, হ্নীলা আলী খালী ক্যাম্প নাম্বার ২৫, ব্লক ডি, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। টেকনাফ কে কে পাড়ার ১নং আসামি মোঃ সোহেল (৪১) গ্রেফতার, পিতা-মৃত মোজাহারুল হক, মাতা- মৃত নুর নাহার বেগম, গ্রাম- কে কে পাড়া, টেকনাফ।২  নং আসামি আবু বক্কর ছিদ্দিক প্রকাশ মসুমনি (৪১), পিতা মৃত আবদু ছাত্তার, মাতা হাজেরা বেগম, কে কে পাড়া তিন নং ওয়ার্ড, টেকনাফ কক্সবাজার। টেকনাফ পৌরসভার দ্বীপ প্লাজা মার্কেটের সামনে থেকে গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ শফিক(১৯), পিতা সমছুল আলম সমছু, মাতা মনতাজ বেগম, দক্ষিণ ডেইলপাড়া ৬ নং ওয়ার্ড, টেকনাফ এবং ২নং আসামি আল শাহাদাত প্রকাশ সাদেক(২৫), পিতা আলতাজ আলম, মাতা জমিলা আক্তার প্রকাশ আরসি, গ্রাম উত্তর ডেইলপাড়া, ৫ নং ওয়ার্ড, টেকনাফ।


বিজ্ঞাপন


সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা আজকের দেশ ডটকম কে জানান কে কে পাড়ার ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় বাহাদুর কমিশনারের ভাই আবু বক্কর সিদ্দিক প্রকাশ মসুমনি (৪১) পলাতক রয়েছে। মামলা দায়ের প্রক্রিয়া চলমান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *