মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে এতিম শিশুদের নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে আত্মমানবিক ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আত্মমানবিক ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিতীয় বছর পদার্পণ উপলক্ষে নড়াইল পৌর-সভার আলাদাৎপুর তাছরিন সুলতানা হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় কমলমতি বাচ্চাদের সাথে নিয়ে সুন্দর একটি অনুষ্ঠান সম্পন্ন করেন,সংগঠনটি। অনুষ্ঠানে ইসলামিক গান,হামদ নাত,আযান,কেরাত প্রতিযোগিতা এবং দুপুরে ১২০ জন বাচ্চা,শিক্ষক এবং সংগঠনের সদস্যদের খাবার ব্যাবস্থা করার মধ্যদিয়ে শেষ হয়। এসময় কমলমতি বাচ্চা’রা আনন্দিত এবং এত সুন্দর সময় কাটাতে পেরে খুব খুশি বলে জানায়। অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,ইউনুস স্যার,প্রধান শিক্ষক বিয়াম ল্যাবরেটরি স্কুল,স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন,এবং উদ্দিপ্ত তরুন এর সদস্যবৃন্দ। তাছরিন সুলতানা হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকগণ আনন্দের সাথে জানান,এভাবে ভালো ভালো কাজের সাথে থেকে এগিয়ে যাবে আমাদের সকলের প্রিয় সংগঠন “আত্মমানবিক ফাউন্ডেশন”এই দোয়া করি। সেই সাথে ধন্যবাদ জানাই সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ওবাইদুর রহমানকে তার সহযোগিতা এবং দিকনির্দেশনায় অনুষ্ঠানটি কমলমতি বাচ্চাদের সাথে করার জন্য। এসময় সংগঠনের সদস্যগণ বলেন,সারা দেশব্যাপি আমাদের সংগঠন মানবতার সেবায় এভাবে কাজ করে যাবে,আমরা সব সময় অসহায় নির্যাতিত মানুষের পাশে ছিলাম,আছি থাকবো বলেও জানান।