পরিবেশ অধিদপ্তরে মোবাইল কোর্ট কর্তৃক টেক্সটাইল মিল, ইট ভাটা, ঔষধ কোম্পানি ও যানবাহন কে বিভিন্ন অপরাধে জরিমানা

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিবেদক ঃ পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে ঢাকা মহানগরের সনেআর ল্যাবরেটরিজ লি: কে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য, হক মেটাল কারখানা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।
গাজীপুর জেলার তাহা ফ্যাশনসকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য, সাদ টেক্সটাইল প্রসেসিং লি: এন্ড ঈশা ওয়াশিং লি: কে সর্তক এবং ময়মনসিংহ জেলার বীকন ফার্মাসিউটিক্যাল লি: ও সিপি বাংলাদেশ কোং লি: কে সতর্ক করা হয়।

এছাড়া ঢাকা মহানগরের ধানমন্ডি, মিরপুর ১৪, শহীদনগর ও উত্তরা মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষনের দায়ে ১৫ টি যানবাহন হতে মোট ৩১ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

রংপুর জেলা কার্যালয় কর্তৃক লালমনিরহাট জেলায়, বরিশাল বিভাগীয় কার্যালয় ও ভোলা জেলা কার্যালয় কর্তৃক অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ টি ইটভাটা হতে মোট ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ২টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *