নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার শামীম কবিরের তত্ত্বাবধানে, টিম-৫২ এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরমান হোসেনের নেতৃত্বে , এস.আই (নিঃ) মোঃ জাহিদুল করিম, এ.এস.আই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, এ.এস.আই (নিঃ) শিবু মজুমদার, এ.এস.আই (নিঃ) মোঃ নূরে আলম ও সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি নাম্বারপ্লেট ও বৈধ কাগজপত্র বিহীন চোরাই সাদা রংয়ের নোহা গাড়ীসহ ওয়াজেদুর রহমান, কাজী মাসুম ও মোঃ জাবেদকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কম দামে অবৈধভাবে চোরাই গাড়ির যন্ত্রাংশ সংগ্রহ করে চোরাই জানা সত্বেও জ্ঞাত সারে অসৎ উদ্দেশ্যে অন্যায় ভাবে অধিক লাভবান হওয়ার আশায় ইঞ্জিন ফিটিং, বডি ফিটিং, ডেন্টিং এন্ড পেন্টিং, বসার সিট ফিটিং সহ গাড়ির বিভিন্ন অংশ সংযোজন, রূপান্তর করে অবৈধভাবে চোরাই প্রাইভেট কার মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে জ্ঞাতসারে নিজ দখলে, নিয়ন্ত্রণে, হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
