!! নরসিংদী সদর, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর বিরুদ্ধে গ্রাহকের জমি নামজারী বিষয়ে মিসকেস বাবদ ঘুষ দাবির অভিযোগ !!
নিজস্ব প্রতিবেদক ঃ নরসিংদী সদর, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর বিরুদ্ধে গ্রাহকের জমি নামজারী বিষয়ে মিসকেস বাবদ ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে টিম নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর সাথে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।
!! চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের “এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট টু লালখান বাজার” এর প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে নামমাত্র মূল্যে ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ !!
চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের “এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট টু লালখান বাজার” এর প্রকল্প পরিচালকের
বিরুদ্ধে একটি সরকারী ভবন ভাঙ্গার জন্য ঠিকাদারের সাথে যোগসাজশে ঘুষের বিনিময়ে নামমাত্র মূল্যে ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, চট্টগ্রাম-১ হতে একটি অভিযান পরিচালনা
করা হয়।
অভিযান পরিচালনা কালে প্রকল্প পরিচালক দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় অত্র দপ্তরের দায়িত্বশীল
কর্মকর্তাদের উপস্থিতিতে এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের যাবতীয় রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। পর্যালোচনান্তে দেখা যায় যে, প্রকল্পের স্বার্থে ভবন ভেঙ্গে ফেলার প্রক্রিয়ায় প্রকল্প পরিচালকের দপ্তর কর্তৃক আইনানুগ পন্থার অনুসরণে কার্যাদি সম্পাদন চলমান রয়েছে।
ভবন ভাঙ্গার জন্য নিলাম প্রক্রিয়ায় নিয়মের যথাযথ অনুসরণ হয়েছে। জমির মালিকানা, ডেভেলপার কর্তৃক ভবনের নির্মাণ ও দোকান বরাদ্দসহ সার্বিক বিষয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন, মোতয়াল্লী, ডেভেলপার, দোকান মালিক এর মধ্যে সৃষ্ট বিভিন্ন জটিলতায় অনেকেই ক্ষতিগ্রস্ত ও সংক্ষুদ্ধ হন। তবে ভবন ভাঙ্গার প্রক্রিয়ার সাথে এসবের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। বাস্তবপক্ষে অভিযোগের কোন প্রকার সত্যতা পাওয়া যায়নি।
!! চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্মকর্তা,কর্মচারীদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবীর অভিযোগের !!
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্মকর্তা,কর্মচারীদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবীর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে টিমের সদস্যগণ প্রথমে ছদ্মবেশে অফিসের সামগ্রিক সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। সেবা গ্রহীতারা দালালদের দৌরাত্ম্য, চরম অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ব্রেক করে সিরিয়াল সামনে নিয়ে আসার কথা জানান এবং এসকল অভিযোগের আপাত সত্যতা পাওয়া যায়। হয়রানি দূরীকরণ ও গ্রাহক সেবা সহজ করনের লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম পরামর্শ প্রদান করে।
