নড়াইলে “জনতার মুখোমুখি জনতার সেবক”মাননীয় সংসদ সদস্য,জননেতা মাশরাফী বিন মোর্ত্তজা

Uncategorized রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য,জননেতা মাশরাফী বিন মোর্ত্তজা ইউনিয়ন ভিত্তিক “জনতার মুখোমুখি জনতার সেবক”নামক একটি জনসভা শুরু করেছিলেন। বিপিএল খেলা শুরু হওয়ার কারণে সবগুলো ইউনিয়নের জনসভা শেষ করতে পারে নাই তিনি। (২ মার্চ) বৃহস্পতিবার নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে পুনরায় শুরু হলো জনসভাটি। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব সমাজের আইকন এবং জননেতা মাশরাফী বিন মোর্ত্তজা,বাংলাদেশ আওয়ামি-লীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য,
নড়াইল-০২। এসময় জনতার মুখোমুখি জনতার সেবক জনসভায় আরো উপস্থিত ছিলেন,নড়াইল জেলা এবং লোহাগড়া উপজেলা আওয়ামি-লীগের অন্যান্য নেতাকর্মী গণ প্রমূখ। জনসভার আলোচ্য বিষয় ছিলো বিগত ৪ বছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য,কি কি কাজ করেছেন,কি কি কাজ চলমান আছে। সেই সংগে সাধারণ জনগণের সংসদ সদস্যের কাছে কোন অভিযোগ বা প্রশ্ন আছে কি না,কোন প্রশ্ন থাকলে সেটার সমাধান এবং উত্তর দিয়েছেন,মাননীয় এমপি মহোদয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *