পিংকি জাহানারা : রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ১৪ এপ্রিল, শুক্রবার বেলা ৩ টায় নাগরিক পরিষদের আহবায়ক এ্যাড.কুদরত-ই-খুদার সভাপতিত্বে আটরা শিল্পাঞ্চল এলাকায় খুলনা যশোর মহাসড়ক সংলগ্ন ইস্টার্ন জুট মিলের ১ নং গেট চত্বরে গেট সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
নাগরিক পরিষেদের আহ্বায়ক এ্যাডভোকেট কুদরত-ই-খুদা ও খুলনা যশোর অঞ্চলের শ্রমিক নেতৃবৃন্দ।
লিজ বা ব্যক্তি মালিকানায় নয়,বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, ৫টি পাটকলের (খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি, আরআর জুটমিল) শ্রমিকসহ সকল শ্রমিকের পাওনা (এরিয়ার, একটি বোনাস, একটি ইনক্রিমেন্ট, ৮টি বোনাসের ডিফারেন্স, ২০২০ সালের জুলাই মাসের ২দিনের মজুরি) ও অবশিষ্ট শ্রমিকদের সঞ্চয়পত্রের কাগজ ঈদের আগে দেয়ার দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ এর উদ্যোগে ১৪ ই এপ্রিল শুক্রবার বেলা ৩ টায় ইস্টার্ণ জুট মিল গেটের সামনে এক গেট সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব এস এ রশীদ। অন্যন্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা মোঃ মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান। স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, শামস শারফিন শ্যামন, মোশাররফ হোসেন, নূর ইসলাম, নওশের আলী, নাজমুল গাজী প্রমুখ। প্রসঙ্গত, ২০২০ সালের ২ রা জুলাই রাষ্ট্রায়ত্ত ২৬ টি পাটকল বন্ধ ঘোষণা করে সরকার।
Post Views: 341