নিজস্ব প্রতিনিধি ঃ পয়লা বৈশাখ ১৪৩০ বাংলা। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আরেক বছরে পর্দাপণ করেছে বাঙালি। নতুন বছর শুরুর এ দিনটি বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল শুক্রবার ১৪ এপ্রিল, সকালে ১৪৩০ বাঙালির নতুন বছরকে স্বাগত জানিয়ে সিলেটে মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।
শোভাযাত্রাটি সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম , জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান মহোদয়, পুলিশ সুপার সিলেট জেলা মোঃ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার জেদান আল মুসা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আওয়ামী লীগ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।