ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৮ হাজার ৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ অভয়াশ্রম রক্ষা অভিযান ২০২৩ উপলক্ষে ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৮ হাজার ৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, অভয়াশ্রম রক্ষা অভিযান -২০২৩ উপলক্ষ্যে গতকাল শুক্রবার ১৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২ টার বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে উক্ত এলাকায় বেতুয়া হতে ঢাকাগামী যাত্রাবাহী লঞ্চ এম ভি তাসরিফ-১ তল্লাশী করে ৮,০৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ (তন্মদ্ধে পোয়া, তাপসী, মলা ও ৮০ কেজি কাকড়া) জব্দ করা হয়। তবে এ সময় মাছের প্রকৃত মালিক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ভোলা সদর উপজেলার মেরিন ফিসারিজ অফিসার মোঃ রবিউল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *