নিজস্ব প্রতিবেদক ঃ “সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা “স্লোগানটি সামনে রেখে মঙ্গলবার ২ মে, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের কনফারেন্স রুমে পালিত হয় ,জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩।
১৯৭১ সালের ২ মে কোলকাতায় ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়।
মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শ্বরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়।
এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২মে কে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” পালিত হচ্ছে।