যশোর অভয়নগরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোর কালীন স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ বাঘুটিয়া ইউনিয়ন 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা, মা,  শিশু ও কৈশোর কালীন স্বাস্থ্য সেবায় অভয়নগর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। দীর্ঘদিন এধারা অব্যাহত রেখেছে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ।


বিজ্ঞাপন

বিশ্বস্বাস্থ্য জনসংখ্যা দিবস উপলক্ষে অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে স্বাস্থ্য সেবায় বিগত ২০২৪/২৫ অর্থ বছরে এগুরুত্বপূর্ণ  অবদান রাখার জন্য গত ১৫ ই জুলাই বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে পুরস্কার দেওয়া হয় বলে জানান বর্তমান চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান।


বিজ্ঞাপন

এ উপলক্ষে একটি প্রশংসা পত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল।


বিজ্ঞাপন

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ এলাকায় সাধারন মানুষের বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা ও ফ্রি ঔষুধ দেওয়া হয়। কিছু মানুষের স্বাস্থ্য পরিক্ষা করার জন্য সেবা কার্ড করা হয়েছে। ইউনিয়নে যারা সচেতন নাগরিক, তারা সেবা নেওয়ার জন্য ওই কার্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। ফলে সেবা দেওয়া সহজ হয়।


বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব। তিনি বলেন, শিল্প শহর ও বন্দর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এখানে অল্প জায়গায় অধিক মানুষের বসবাস হওয়ায় স্বাস্থ্য সেবা খাতে চাপ একটু বেশি হয়। তারপরও সকলের সহযোগিতায় সেবা দিয়ে মানুষের জন্য কাজ করতে পেরে সত্যিই খুব ভালো লাগে। বাঘুটিয়া ইউনিয়ন ও স্বাস্থ্য সেবাই দায়িত্বে থাকা সকলকে কৃতঙ্গতা সহ ধন্যবাদ জানাচ্ছি।

এবছর তারা সেবা দিয়ে প্রথম হয়েছে। আগামীতে আরো ভালো করবে এমনটাই প্রত্যশা রইলো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *