ওবায়দুল হক খান : শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মরণে স্বেচ্ছাসেবক লীগের স্বরনসভা। উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এর ১৯তম রক্তাক্ত স্মরণ সভা আগামী ৭ মে। দিবসটি উপলক্ষে বুধবার ৩ মে বেলা ১২ টায় টঙ্গি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সস্পাদক শফিকুল ইসলাম শফিক, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, আরও বক্তব্য রাখেন: গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড.মোঃ মোশারফ হোসেন এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা/মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও গাজীপুর জেলা/মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।