নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালে ৩ হাজার পিস ইয়াবাসহ খোকন খান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৭টায় বংশালের কে এম আজম লেন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানান, আসামির বিরুদ্ধে রমনা, রামপুরা ও বাড্ডা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বংশাল থানায় মামলা দায়েরপূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।