রাজধানীর  শ্যামপুর, কদমতলী, দক্ষিন কেরাণীগঞ্জ ও দোহার এলাকায় র‍্যাবের মোবাইল কোর্ট কর্তৃক  ২৯ লাখ টাকা জরিমানাসহ নকল- ভেজাল সামগ্রী  জব্দ ও ধ্বংস 

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক ঃ   রাজধানীর  শ্যামপুর, কদমতলী, দক্ষিন কেরাণীগঞ্জ ও দোহার এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের মোবাইল কোর্টে   ২৯  লাখ  টাকা জরিমানা আদায়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছ,    গতকাল বুধবার  ২১ জুন, র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা  করে।


বিজ্ঞাপন

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত মোবাইল কোর্টে  উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯,০০,০০০  (ঊনত্রিশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ইওকো ফুড এন্ড এগ্রো লিমিটেডকে নগদ- ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, জামাল ফুড প্রোডাক্টসকে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, মেসার্স মাহিন (রামাই) পেইন্ট এন্ড বার্নিশকে নগদ- ৩,০০,০০০  (তিন লক্ষ) টাকা, আপন গুড ফুড লিমিটেডকে নগদ- ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, চাঁদনী ক্যাবল কোঃকে নগদ- ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, আয়শা ইলেকট্রিক্যাল ইন্ডাষ্ট্রিজকে নগদ- ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা, এস কে ক্যাবল্সকে নগদ- ২,০০,০০০  (দুই লক্ষ) টাকা, মামা ভাগিনা ইন্ডাষ্ট্রিজকে নগদ- ১,০০,০০০  (এক লক্ষ) টাকা, ফ্রেশকো কসমেটিক্সকে নগদ- ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা, ভূইয়া হারবাল কোম্পানী লিমিটেডকে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, মা কোপার ওয়ার লিমিটেডকে নগদ- ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ও ডি এন ফুড এন্ড বেভারেজ লিমিটেডকে নগদ – ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত ০১ লক্ষ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *