চট্টগ্রামে ডিবি পুলিশের (উত্তর ও দক্ষি)  বিভাগের অভিযানে  বিপুল পরিমাণ নকল- ভেজাল প্রসাধনীসহ ২ জন গ্রেফতার        

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ   চট্টগ্রামে  ডিবি পুলিশের   (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র ডবলমুরিং মডেল থানা এলাকার  ধনিয়ালাপাড়া থেকে নকল-ভেজাল বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার এবং প্রসাধনীর তৈরির সরঞ্জামাদিসহ ২ জন গ্রেফতার হয়েছ,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার ২২ জুন,  চট্টগ্রাম  মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এট সার্বিক দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক জনাব আরিফুর রহমান এর নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া ছোট মসজিদ বাইলেইন রোডস্থ মোঃ ওমর ফারুকের মালিকাধীন কুতুব বিল্ডিংয়ের নিচতলা ও সালেহ আহমদের বিল্ডিংয়ের নিচতলায় অভিযান পরিচালনা করে মোঃ জালাল ও মোঃ আল আমিনের হেফাজতে থাকা বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী তথা বিভিন্ন নামীদামি ব্র‍্যান্ড (Vaseline, Sunsilk, Nivea Tresemme, Paritene, Dove, Head and Shoulders, Milk Beauty Treatment) এর বডি লোশন- ৫০০টি, শ্যাম্পু- ২৫০টি, বডি ওয়াশ-১০টি, জিলেট শেভিং ক্রিম-৭০টি, বডি স্প্রে, মেহেদি, এয়ার ফ্রেশনার, ব্যাথানাশক মলম, কীটনাশক, খালি বোতলসহ বিভিন্ন রকম ভেজাল ও নকল প্রসাধনী জব্দ করেন।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বর্তমান ঠিকানার বাসায় অবস্থান করে বিভিন্ন উৎস থেকে নামীদামি ব্র‍্যান্ডের প্রসাধনীর বোতল সংগ্রহ করে নকল লেবেল, মেয়াদোত্তীর্ণের তারিখ, নকল মোড়ক সংযুক্ত করে এবং নিজস্ব উপায়ে দেশীয় কেমিক্যাল ব্যবহার করে ভেজাল লোশন, শ্যাম্পু, বডিওয়াশ, জিলেট শেভিং ক্রিম তৈরি করে ব্র‍্যান্ড মূল্যের চেয়ে আকৃষ্ট (কম) দামে বিভিন্ন বাজার এবং লোকদের নিকট বিক্রয় করে লোক ঠকানোর ব্যবসা করে আসছিলো।

ভেজাল প্রসাধনীর পাশাপাশি তাদের নিকট হতে প্রসাধনী তৈরির বিভিন্ন সরঞ্জাম, নকল ব্র‍্যান্ড লেবেল ও নকল ব্র‍্যান্ড মোড়ক উদ্ধার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *