নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ২৪ জুন, সকাল ১০ টায়, নীলফামারী জেলা পুলিশের আয়োজনে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার নীলফামারী।
আমন্ত্রিত অতিথিগণ কাজের মাধ্যমে পুলিশ এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যদের মধ্যে সমন্বয় ও আস্থা বৃদ্ধিসহ মাদক নির্মূল ও অন্যান্য অপরাধ দমনে সকলের সহযোগিতায় একসঙ্গে কাজ করার অভিমত ব্যক্ত করেন ।
মতবিনিময় সভার সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার নীলফামারী সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলার আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ান কামাল আহমেদ, সভাপতি, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, সদস্য, জেলা উপদেষ্টা পরিষদ, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী, মোঃ শাহিদ মাহমুদ, সহ-সভাপতি, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সহ-সভাপতি, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী; প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু, সাধারণ সম্পাদক, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী মোঃ ওয়াহেদ সরকার,সভাপতি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নীলফামারী, ও সাবেক সভাপতি, চেম্বার অব কমার্স, নীলফামারী ও সদস্য, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী, সান্তনা চক্রবর্তী,মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, ও সভাপতি, বাংলাদেশ যুব মহিলালীগ, নীলফামারী জেলা শাখা ও সদস্য,জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী, ইশরাত জাহান পল্লবী,সংরক্ষিত মহিলা সদস্য, জেলা পরিষদ, নীলফামারী ও সদস্য, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী, আহসান রহিম মঞ্জিল। আহবায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট,নীলফামারী জেলা শাখা ও সদস্য, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারী, মোঃ সরোয়ার হোসেন মানিক অবসর প্রাপ্ত অধ্যক্ষ, মশিউর রহমান ডিগ্রী কলেজ, নীলফামারী ও সাধারণ সম্পাদক, নীলফামারী সাধারণ গ্রন্থাগার ও সদস্য, জেলা কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম, নীলফামারীসহ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের অন্যান্য সদস্য বৃন্দ; জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।