নিজস্ব প্রতিবেদক : জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় নির্ধারণে নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করছিল একটি গ্রুপ। তবে কোনো নাশকতার পরিকল্পনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে মাঝে-মধ্যে সাক্ষাৎ করতেন। অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে পরিচিত হওয়া ছাড়াও তরুণদের উদ্বুদ্ধ করতেন। শনিবার দিনগত রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আটকরা হলেন- মো. মাসুম মিয়া ওরফে মাসুম (৩০), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান (১৯), মো. রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৮) ও মো. আব্দুল্লাহ আল রোমান ওরফে রোমান খান (২২)।
এসময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এসব তথ্য জানান।
তিনি বলেন, শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে জঙ্গিবাদী কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তারা গোপন বৈঠক করার জন্য খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করছিল। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে র্যাব-৪। তবে তাদের দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। পলাতক জঙ্গিদের তথ্য সংগ্রহ করে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাজেদুল ইসলাম জানান, আটক জঙ্গিরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। তারা এ ব্যবস্থা বাতিল করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই আনসারুল্লাহ বাংলা টিমের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতাকারীদের ওপর তারা আকস্মিক আক্রমণ করে। এক্ষেত্রে অধিকাংশ সময় আগ্নেয়াস্ত্রের পরিবর্তে চাপাতি ব্যবহার করে থাকে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।