হাসপাতালের বেডে শুয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিন গুনছেন সাংবাদিক আনোয়াার।
নিজস্ব প্রতিনিধি ঃ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করলেন কক্সবাজারের রামুর সাংবাদিক আনোয়ার, এক পা আর রইল না দৈনিক আপন কন্ঠের সাংবাদিক আমান আনোয়ারের। খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা আমান আনোয়ার কে এলাকার সবাই জানে একজন ৫ ওয়াক্ত নামাজি লোক।
কখনো অভদ্র ভাষায় কারোও সাথে কথাও বলেনি আনোয়ার । সাংবাদিকতার পেশায় একটি সংবাদ প্রকাশ করেছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে। আজ সেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত ভেবে পেলে দিয়ে পালিয়ে যায়।
পরে স্হানীয় পথচারীরা দেখে তাকে উদ্ধার স্বজনদের কাছে পৌছিয়ে দের, পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়, অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম রেফার করা হয় আমান আনোয়ার কে। শেষ পর্যন্ত বাম পা চিরদিনের জন্য হারালো সাংবাদিক আমান আনোয়ার।
এদিকে তার উপর হামলাকারী সন্ত্রাসীরা এখন গ্রেফতার হয়নি। সন্ত্রাসীরা আমান আনোয়ারের উপর হামলা করেও কান্ত হয়নি বরং তার পরিবারের উপর হুমকি দিয়ে চলছে বলে জানান স্বজনরা।
এইসব সন্ত্রাসীদের নির্মুল করতে হলে সাংবাদিকদের এক হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে হবে বলে মন্তব্য করেন সচেতন মহল।