নীলফামারিতে  স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃ বর্জ্য পরিশোধনাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠান  অনুষ্ঠিত  

Uncategorized আইন ও আদালত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি রংপুর সারাদেশ স্বাস্থ্য

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি ঃ   নীলফামারীতে তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (UGIIP- III) এর আওতায় স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃ বর্জ্য পরিশোধনাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে,  গত বুধবার ২৮ জুন,  সন্ধ্যা ৮ টায় নীলফামারী পৌরসভা ও ঠিকাদারি প্রতিষ্ঠান আইবিকেবিসি কনস্ট্রাকশন লিমিটেড এর আয়োজনে নীলফামারী স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃ বর্জ্য পরিশোধনাগারে তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (UGIIP- III) এর আওতায় স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃ বর্জ্য পরিশোধনাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  আসাদুজ্জামান নূর এমপি, সংসদ সদস্য, নীলফামারী ২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার নীলফামারী, এ্যাড. মমতাজুল হক, চেয়ারম্যান জেলা পরিষদ নীলফামারী।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান কামাল আহমেদ, মেয়র নীলফামারী পৌরসভা, নীলফামারী।

প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন প্রধান অতিথি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহিদ মাহমুদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী, জেসমিন নাহার, উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী সদর, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ; নীলফামারীর সর্বস্তরের জনগণসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *