ব্রিজ নামক সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।
নিজস্ব প্রতিনিধি : ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণ করায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
নিম্নমানের নির্মান সামগ্রীর ব্যাবহার করার অভিযোগ উঠেছে।এনফোর্সমেন্ট টিম এলজিইডি উপজেলা প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে সাথে নিয়ে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত ব্রীজটি পরিদর্শন করে এবং স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করে।
অভিযান পরিচালনা কালে টিম জানতে পারে মূলত বর্ষার পানির স্রোতের কারনে ব্রীজটি ২ ইঞ্চি দেবে গিয়ে স্ল্যাভ তৈরি হয় ।
প্রকল্প পরিচালক, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলী ব্রীজটি পরিদর্শনের পর ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় নির্মাণাধীন ব্রীজটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়।
এর প্রেক্ষিতে নির্দেশ মোতাবেক ঠিকাদার নির্মাণাধীন ব্রীজটি ভেঙ্গে পুনরায় নির্মাণ প্রক্রিয়া চলমান রেখেছেন। এনফোর্সমেন্ট টিম কর্তৃক নির্মাণাধীন কাজ সঠিকভাবে বুঝে নিয়ে ঠিকাদারকে পূর্ণাঙ্গ বিল পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়।