নিজস্ব প্রতিবেদক : মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের ঘোষণা দিয়েছে ডিএনসিসি মশক নিধনে ব্যবহার করা হবে ড্রোন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আগামী ৮ জুলাই থেকে টানা একমাস ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজনন স্থল চিহ্নিত করণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি।
ড্রোনের মাধ্যমে ছাদ বাগানে পানি জমে আছে কিনা সেটি নিশ্চিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য বিভাগের কর্মীর সেখানে পরিদর্শন করেন। লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার সকালে মোহাম্মদপুরে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিঃ জেঃ এ কে এম শফিকুর রহমান।