জুয়া খেলার সরঞ্জামাদি, নগত টাকা সহ গ্রেফতারকৃত জুয়াড়ী।
মামুন মোল্লা (খুলনা) : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি গোয়েন্দা শাখার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ৪৪ (চুয়াল্লিশ) সেট তাস ও নগদ ৪৪,৩০০ (চুয়াল্লিশ হাজার তিনশত) টাকাসহ ৮ (আট) জন জুয়াড়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে, উক্ত অভিযান পরিচালনা কালে ৮ জন জুয়াড়ী কে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত জুয়াড়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ মারুফ সরদার (৩০), পিতা-মৃত: ছাকাত সরদার, সাং-নতুন বাজার ওয়াপদা ভেড়ীবাধ, থানা-খুলনা, মোঃ ইলিয়াছ হোসেন(৩৩), পিতা-সাগর হোসেন, সাং-ট্রাংক রোড, থানা-খুলনা, রিফাত হায়াত খান(৩১), পিতা-দোলাল করিম খান, সাং-রূপসা বেলায়েত হোসেন সড়ক, থানা-খুলনা, মোঃ সুমন হোসেন(৩৪), পিতা-ফজলূর রহমান গাজী, সাং-নতুন বাজার ওয়াপদা, থানা-খুলনা, মোঃ শাহীন গাজী(৩১), পিতা-মৃত: সালাম গাজী, সাং-উত্তর চেচরী, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-১৭০ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা, মোঃ সম্রাট হোসেন তুরান (৩৪), পিতা-মোঃ ফারুক হোসেন, সাং-৮নং মুন্সিপাড়া ৩য় গলি, থানা-খুলনা, মোঃ রুবেল (৩০), পিতা-মীর মতিউর রহমান, সাং-আড়িয়া মন্ধন, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নতুন বাজার ওয়াপদা, থানা-খুলনা এবং মোঃ জাহিদুল ইসলাম (২৬), পিতা-নওশের আলী শেখ, সাং-রহিম নগর, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-টুটপাড়া সেন্ট্রাল রোড, থানা-খুলনা।
উল্লেখিত জুয়াড়িদের মহানগরীর খুলনা থানাধীন ৮নং মুন্সিপাড়া ৩য় গলি জনৈক মোঃ ফারুক হোসেন সাচ্চু এর ২য় তলা বাড়ীর উত্তর পাশ সংলগ্ন সেমি পাকা টিনের ঘরের রুমের মধ্যে হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ৪৪ (চুয়াল্লিশ) সেট তাস এবং নগদ ৪৪,৩০০/- (চুয়াল্লিশ হাজার তিনশত) টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।