নিজস্ব প্রতিনিধি : গতকাল বুধবার ২৬ জুলাই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় কার্যলয়ের উদ্দ্যোগে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, মেসার্স রহমান ফিলিং ষ্টেশন, নবীগঞ্জ, হবিগঞ্জ, মেসার্স নাইমা ফিলিং ষ্টেশন, নবীগঞ্জ, হবিগঞ্জ, মেসার্স মোহন ফিলিং ষ্টেশন, মাধবপুর, হবিগঞ্জ, মেসার্স সুশান ফিলিং ষ্টেশন, মাধবপুর, হবিগঞ্জ, মেসার্স মা ফিলিং ষ্টেশন, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মেসার্স শাপলা ফিলিং ষ্টেশন, নবীগঞ্জ রোড, হবিগঞ্জ, উক্ত পেট্রোল পাম্প সমূহের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায় এবং স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন চার্ট দ্রুত হালনাগাদ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও মেসার্স জনি এন্টারপ্রাইজ , শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর লিটার পরিমাপক যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ গ্রহনের নির্দেশ প্রদান করা হয়।
মেসার্স সাগর ব্রিকস, মিরপুর, বাহুবল, হবিগঞ্জ এর সিএম সনদ দ্রুত নবায়ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। মেসার্স রবিন ব্রিকস, মিরপুর, বাহুবল, হবিগঞ্জ এর সিএম সনদ দ্রুত নবায়ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।