নড়াইলে ফিলিং স্টেশনের ম্যানেজার শেখ সাদি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ফিলিং স্টেশনের ম্যানেজার শেখ সাদি’র রহস্য জনক মৃত্যু’র তদন্ত পূর্বক হত্যকারীদের বিচারের দাবিতে হত্যার শিকার শেখ সাদি’র পরিবার ও স্থানীয়দের আয়োজনে
শেখ সাদি হত্যা’র বিচারের দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় মহামান্য আদালতে মামলা চলমান রয়েছে। রহস্য ময় মৃত্যু বরনকারী লোহাগড়া ফিলিং স্টেশনের ম্যানেজার শেখ সাদি’র স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে গত (১২ জুলাই) ২০২৩ তারিখ বুধবার মহামান্য আদালতের মাধ্যমে মামলা করেন,চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ তার ৬ সহযোগীর নামে। (২৯ জুলাই) শনিবার ভূক্তভূগী অসহায় পরিবার শেখ সাদি’র স্ত্রী সাহিদা বেগম লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেস করেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সসমাবেশে বক্তব্য রাখেন,নিহত শেখ সাদি’র স্ত্রী সাহিদা বেগম,শেখ সাদি’র ভাই বাকি বিল্লাহ,শেখ সাদি’র মেয়ে খাদিজা ও শেখ সাদি’র প্রতিবেশী মাসুদসহ স্থানীয় ব্যেক্তীবর্গ প্রমূখ। বক্তা’রা তাদের বক্তব্যে বলেন,আমরা ওই খুনি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ তার ৬ সহযোগীদেরকে দ্রুত আইনের কাঠগড়ায় এনে ফাঁসি কার্যকর করার জোঁর দাবি জানায়। নিহত শেখ সাদি’র স্ত্রী সাহিদা বেগম বলেন,আল্লাহ সহায় থাকলে অবশ্যই আমি আইনের কাছে ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমার স্বামী শেখ সাদি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে লোহাগড়া ফিলিং স্টেশনে দীর্ঘ ১৫ বছর ধরে চাকুরী করে আসছে,ওই ফিলিং স্টেশনের মালিক বর্তমান চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে ৩ দিন ধরে ফিলিং স্টেশনের ভিতরে আটকিয়ে রেখে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে,জোর পূর্বক বিষক্রিয়া সেবন করিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে। চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের কুকর্মের কথা লোহাগড়ার মানুষ ইতি মধ্যে জেনে গেছেন,কিন্তু কিছু কিছু মানুষ চেয়ারম্যানের পা চাটুকা পশু আছেন,তারা টাকা খেয়ে তার গুনগান গাচ্ছেন। অবশেষে শেখ সাদি’র স্ত্রী সাহিদা বেগম তার স্বামীর মৃত্যুর ন্যায় বিচারের আশায় মানববন্ধন করে এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *