সিলেটে  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

Uncategorized জাতীয় জীবনী বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি ঃ   সিলেটে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল শনিবার  ৫ আগস্,   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম প্রহরে জেলা প্রশাসক সিলেট কার্যালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন এসএমপি‘র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন)  মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন,  সিলেট মেট্রোপলিটন  পুলিশ এসএমপি’র   অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা,পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম)  মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী, এসএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন অফিসারগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

পরবর্তীতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট আবু আহমদ ছিদ্দীকী।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম , এসএমপি‘র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, পুলিশ সুপার সিলেট জেলা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সম্মানিত নাগরিকবৃন্দ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত সকলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভার শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃ্ত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *