নিজস্ব প্রতিনিধি : বাংলাদশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তারা সোমবার ৭ আগস্ট সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার ০৬ টি প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স নবায়নের আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শনপূর্বক নমুনা সীল করা হয়। মেসার্স শাওন টি হাউস, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, প্রতিষ্ঠানটির মোড়কজাতকূত ব্ল্যাক টি পণ্যের অনূকূলে সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয় । মেসার্স ফ্রেন্ডস টি হাউস , শ্রীমঙ্গল, মৌলভীবাজার , প্রতিষ্ঠানটির মোড়কজাতকূত ব্ল্যাক টি, পণ্যের অনুকূলে বিএসটিআই এর সিএম লাইসেন্স নবায়নের তাগাদা দেওয়া হয়। মেসার্স শাহাজালাল বেকারী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার , প্রতিষ্ঠানটিকে উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই এর সিএম লাইসেন্স নবায়নের তাগিদা দেওয়া হয়। মেসার্স রাকিন টি হাউস, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিষ্ঠানটি ‘র ব্ল্যাক টি পণ্যের অনুকূলে বকেয়া বিলের তাগাদা প্রদান করা হয়। মেসার্স শ্রীমঙ্গল সতেজ টি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিষ্ঠান টি ‘র সিএম লাইসেন্স এর বকেয়া বিলের তাগাদা প্রদান করা হয়। মেসার্স টুম্পা টেলিকম এন্ড টি হাউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিষ্ঠান টি ‘র সিএম লাইসেন্স নবায়ন এর বকেয়া বিলের তাগাদা প্রদান করা হয়।
উক্ত অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের এরকম কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।