স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে গত দশ বছরের সেরাদের নিয়ে একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা উইজডেন। ক্রিকেটের বাইবেল খ্যাত এই পত্রিকায় প্রকাশিত একাদশটিতে নাম আছে সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ছাড়াও বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের মতো সেরা ক্রিকেটারদের নাম আছে এই একাদশে।
ওপেনার হিসেবে আছেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। গত দশ বছরে ১৭৯টি ওয়ানডে ম্যাচে ৫৩.৫০ গড়ে আট হাজার ১৮৬ রান করেন রোহিত।
তার সঙ্গে ওপেনার হিসেবে নাম আছে ডেভিড ওয়ার্নারের। শেষ দশ বছরে ১০৯টি ওয়ানডে খেলে ৪৭.৮৮ গড়ে চার হাজার ৮৮৪ রান করেন তিনি। তিন নম্বরে আছেন বিরাট কোহলি। উল্লেখিত সময়ে ২২৬টি ওয়ানডেতে ৬০.৬৫ গড়ে ১১ হাজার ৪০ রান করেন কোহলি। একাদশের চার নম্বরে আছেন ডি ভিলিয়ার্স। ২০১০ সাল থেকে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক করেন ১৩৫ ওয়ানডেতে ৬৪.২০ গড়ে ছয় হাজার ৪৮৫ রান।
পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ১৪২টি ওয়ানডেতে ৪০.৮৮ গড়ে তিন হাজার ৮৪৩ রান করেন তিনি। তারপর আছেন ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৯৬টি ওয়ানডেতে ৫০.৩৫ গড়ে পাঁচ হাজার ৬৪০ রান করেন তিনি।
সাকিবের স্থান হয়েছে সাত নম্বরে। উল্লেখিত সময়ে ১৩১টি ওয়ানডেতে ৩৮.৮৭ গড়ে চার হাজার ২৭৬ রান করেন তিনি। বল হাতে নেন ১৭৭টি উইকেট। একাদশে একমাত্র স্পিনার তিনি।
এরপরে আছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ১৬২টি ম্যাচে ২৪৮টি উইকেট নেন মালিঙ্গা। তারপরে আছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ৮৫টি ওয়ানডেতে ২০.৯৯ গড়ে ১৭২টি উইকেট নেন স্টার্ক।
নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের নামও আছে এই একাদশে। বিবেচিত সময়ের মধ্যে ৮৯টি ওয়ানডে খেলে ২৫.০৬ গড়ে ১৬৪টি উইকেট নিয়েছেন বোল্ট। একাদশের শেষ নামটি প্রোটিয়া পেসার ডেল স্টেইনের। ৯০টি ওয়ানডেতে ১৪৫টি উইকেট নেন এই ফাস্ট বোলার।