ধর্মীয় অনুভূতিতে আঘাত, নায়িকার বিরুদ্ধে থানায় অভিযোগ

আন্তর্জাতিক বিনোদন

বিনোদন ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তুলে বলিউড তারকা রাবিনা টেন্ডনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। শুধু তাই নয় রাবিনা ছাড়াও পরিচালক ফারাহ খান ও কমেডিয়ান ভারতী সিংয়ের বিরুদ্ধেও এই অভিযোগ আনা হয়।


বিজ্ঞাপন

সম্প্রতি টেলিপর্দার এক কমেডি শো’তে হাজির হয়েছিলেন পরিচালক ফারাহ খান এবং অভিনেত্রী তথা রিয়ালিটি শোয়ের বিচারক রাবিনা টন্ডন। টেলিভিশনের ওই জনপ্রিয় কমেডি শো’তে ফারাহ, ভারতী এবং রাবিনা- এই তিন জনই তাঁদের কথোপকথনের মধ্যে একাধিকবার ‘Christianity’ (খ্রিস্টধর্ম) শব্দটি ব্যবহার করেছেন। আর ঠিক সেখানেই উঠেছে আপত্তি। কেন কোনও ধর্মের নাম করে দর্শকদের কাছে সেটাকে হাসির খোরাক করে তোলা হবে, প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট ধর্মাবলম্বী মানুষেরা। যার কারণে পাঞ্জাবের অমৃতসরের এক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই তিনজনের নামে।


বিজ্ঞাপন

অমৃতসরের অঞ্জালায় খ্রিস্টধর্মাবলম্বীরা যার জন্য এক বিক্ষোভ মিছিলও বের করেছিল বলে জানা গিয়েছে সূত্রের খবরে। যার জেরে অঞ্জালা থানায় সংশ্লিষ্ট শোয়ের ভিডিও দেখে বলিউড তারকাদের নামে এঅফআইআর দায়ের করতে বাধ্য হয়।

গতকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর, রাত ৮টা ৫৫মিনিট নাগাদ এফআইআর দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। সংবিধানের ২৯৫-এ ধারায় অভিযোগ দায়ের হয়। তার আগে অবধি এই তিন তারকার নামে শুধু লিখিত অভিযোগই জমা পড়েছিল। কিন্তু অঞ্জলার বিক্ষোভ প্রদর্শন দেখে এবং কমেডি শোয়ের ভিডিও ক্লিপিংস পুলিশের নজরে আসতেই এফআইআর দায়ের করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই অনেকে গুজব বলে দাবি করেছিলেন। কিন্তু অঞ্জালা থানার এসএসপি বিক্রমজিৎ দুগ্গাল রবিনা-ফারহার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর নিশ্চিত করেন। যদিও এই ঘটনার পরে কোনওরকম মন্তব্য করেননি রাবিনা, ভারতী এবং ফারাহ খানের কেউই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *