নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয় কর্তৃক ১০টি অবৈধ সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনাসহ ৪টি প্রতিষ্ঠানের কারখানা সীলগালা ও ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে ১০টি প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে, প্রতিষ্ঠানগুলো যথাক্রমে :
মেসার্স রবি ওয়েল এন্টারপ্রাইজ, জালাসী, চাঁদপাড়া, সদর, পঞ্চগড়,মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, দক্ষিণ রাজনগর, (তুলাডাঙ্গা রোড), সদর, পঞ্চগড়, মেসার্স খান এন্টারপ্রাইজ, হেলিপ্যাড, শিতাগ্রাম, সদর, পঞ্চগড়, মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ, খামার বিষ্ণুগঞ্জ, খানসামা, দিনাজপুর, মেসার্স দোলা এন্টারপ্রাইজ, ফুটকীবাড়ী বাজার, সদর, পঞ্চগড়, মেসার্স তিন বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, বোদা, পঞ্চগড়, মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, মাঝগ্রাম, বোদা, পঞ্চগড়, মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজ, মাঝগ্রাম, বোদা, পঞ্চগড়,মেসার্স আলম এন্ড ব্রাদার্স, কুড়ালীপাড়া, বোদা, পঞ্চগড় এবং মেসার্স আল আমিন, জগদল বাজার, সদর, পঞ্চগড়।
প্রতিষ্ঠান সীলগালা : মেসার্স রবি ওয়েল এন্টারপ্রাইজ, জালাসী, চাঁদপাড়া, সদর, পঞ্চগড়, মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, দক্ষিণ রাজনগর, (তুলাডাঙ্গা রোড), সদর, পঞ্চগড়, মেসার্স খান এন্টারপ্রাইজ, হেলিপ্যাড, শিতাগ্রাম, সদর, পঞ্চগড় এবং মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, মাঝগ্রাম, বোদা, পঞ্চগড়; উক্ত ৪টি প্রতিষ্ঠানের কারখানা সীলগালা করা হয়েছে।
নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন : মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, দক্ষিণ রাজনগর, (তুলাডাঙ্গা রোড), সদর, পঞ্চগড়, মেসার্স খান এন্টারপ্রাইজ, হেলিপ্যাড, শিতাগ্রাম, সদর, পঞ্চগড় এবং মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ, খামার বিষ্ণুগঞ্জ, খানসামা, দিনাজপুর; প্রতিষ্ঠান ৩টির স্বত্বাধিকারী বিরুদ্ধে পণ্য: সয়াবিন তৈল, উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে উক্ত অভিযানে আরোও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা চলমান থাকবে।