দেহ ব্যবসায়ী আলিয়া ভাট

বিনোদন

বিনোদন ডেস্ক : ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে নিয়মিত হন আলিয়া ভাট। সে বছর বক্স অফিসে সাফল্যও পান তিনি। এরপর টু স্টেটস, ডিয়ার জিন্দেগী, হাইওয়ে’র মত ছবি করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও একটি ছবি। সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করছেন তিনি।


বিজ্ঞাপন

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামাথিপুরা অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী কর্ত্রী গাঙ্গুবাই।


বিজ্ঞাপন

আর আলিয়াকে দেখা যাবে এই গাঙ্গুবাঈ কাথেওয়ালির চরিত্রে। চরিত্রের প্রয়োজনে আলাদা করে কাথিয়াওয়াড়ি ভাষার উপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।আলিয়া ভাট ট্যুইট করে জানান, ২০২০ সালের ১১ সেপ্টেম্বরই মুক্তি পাবে এই ছবি।

ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। সেই খবর শেয়ার করলেন স্বয়ং আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘দেখুন এবছর স্যান্টা আমাকে কী দিলেন!’

তার এ ঘোষণায় এই ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে দর্শকের বাড়তি আগ্রহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *