নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ এলাকার উন্নয়নে নতুন পাস হওয়া প্রকল্পগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে শেষ করার তাগিদ দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার স্পিকারের সংসদের কার্যালয়ে গণপূর্ত অধিদফতরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই তাগিদ নেন তিনি। এ সময় স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আশরাফুল আলম।
স্পিকার সংসদের প্রকল্পগুলো নিয়ে প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এছাড়া প্রধান প্রকৌশলী প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতি তুলে ধরেন এবং সুষ্ঠুভাবে শেষ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োজিত গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।