নিজস্ব প্রতিনিধি : সোমবার ৩০ অক্টোবর, অনলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের উদ্দ্যোগে রংপুর ও গাইবান্ধা জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে মেসার্স দেশ বেকারি, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা প্রতিষ্ঠান টি বন্ধ পাওয়া যায়।
যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে সেগুলো যথাক্রমে :
মেসার্স বি ই বি ব্রিকস, রসুলপুর, ধাপেরহাট, পীরগঞ্জ, রংপুর, মেসার্স বি আর বি ব্রিকস, একবারপুর, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা, মেসার্স এম আই বি ব্রিকস, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা, মেসার্স তৃপ্তি বেকারি এন্ড কনফেকশনারি, বাজার রোড, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর, মেসার্স কাকলি সুইটস, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর, মেসার্স মা-মণি দধি ভান্ডার, শঠিবাড়ী (সাহাপাড়া), মিঠাপুকুর, রংপুর, মেসার্স ঢাকা বেকারি এন্ড কনফেকশনারি, শঠিবাড়ী বাজার, মিঠাপুকুর, রংপুর এবং মেসার্স প্রভাত দধি ভান্ডার, শঠিবাড়ী (সাহাপাড়া), মিঠাপুকুর, রংপুর।
এছাড়াও মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশন, পলাশবাড়ী, গাইবান্ধা ও মেসার্স সরকার ফিলিং স্টেশন, পলাশবাড়ী, গাইবান্ধায় পেট্রোল, ডিজেল ডিস্পেন্সিং ইউনিটে সঠিক পরিমাপ পাওয়ায় ধন্যবাদ প্রদান করা হয়। মেসার্স রায়হান ডিজিটাল ওয়েব্রিজ, রংপুর রোড, পলাশবাড়ী, গাইবান্ধা প্রতিষ্ঠানের ট্রাকওয়ে ব্রীজটির ভেরিফিকেশন এর পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।