বিজিবির অভিযানে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে ৩৩২০০ ইউএস ডলার উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  আজ শনিবার  ১১ নভেম্বর,  সকালে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গা  ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত দিয়ে ইউএস ডলারের একটি চালান পাচার হবে।


বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে বুড়িপোতা মাঠের মধ্যে টহল পরিচালনা করে।


বিজ্ঞাপন

আনুমানিক সকাল সাড়ে  ৯ টার সময়  বুড়িপোতা মাঠের মধ্যে একজন ব্যক্তিকে ধানক্ষেতে পানি দেওয়া অবস্থায় দেখতে পায়। উক্ত ব্যক্তি বিজিবি টহলদলকে দেখে দৌড়ে পালিয়ে যায়।

তৎক্ষণাত বিজিবি টহলদল পানির পাম্প এলাকায় গিয়ে  করে পুরাতন কাপড় দ্বারা ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহলদল পলিথিনের ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি বান্ডিল হতে ৩৩২০০ ইউএস ডলার উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা করতঃ উদ্ধারকৃত ইউএস ডলারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *