নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশ। নোংরা রেফ্রিজারেটর, রান্নাঘরে প্রচুর তেলাপোকা। ভেজাল মেয়াদোত্তীর্ণ মসলায় তৈরি হয় খাবার। এসব অভিযোগে পার্ক অ্যান্ড স্মার্ক রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় অবস্থিত এ রেস্টুরেন্টটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্টুরেন্টটিতে এমন দৃশ্য সচোখে দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী। এসব অপরাধে রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী জানান, ধানমন্ডি জিগাতলার পার্ক অ্যান্ড স্মার্ক রেস্টুরেন্টের রান্নাঘরে নোংরা পরিবেশ, নোংরা রেফ্রিজারেটর, রান্নাঘরে প্রচুর তেলাপোকা, ছয়টি মেয়াদোত্তীর্ণ মসলা পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ক্যাফে ইউফোরিয়ার রান্নাঘরে পরিচ্ছন্ন পরিবেশ থাকলেও লেবেলবিহীন তিন প্যাকেট মসলা পাওয়া যায়। এ বিষয়ে তাদের সতর্ক করা হয়।