দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের ৪ থানা’র ওসিসহ ৩৩৮টি থানা’র ওসি’র বদলি

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

 

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের চাঁর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমানকে খুলনার পাইগাছা থানা,নড়াগাতি থানার ওসি সুকান্ত কুমার সাহাকে ডুমুরিয়া থানায়,লোহাগড়ায় থানার ওসি নাসির উদ্দিনকে মাগুরার শালিখা থানায়,কালিয়া থানার ওসি শেখ তাসনীম আলমকে মাগুরা’র শ্রীপুর থানায় বদলি করা হয়েছে। এদিন বিকেলে সারা দেশের মোট ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি’র প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।


বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন,প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *