নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ওসি নূরে আলম সিদ্দিকী জানান।
তিনি বলেন, মহাখালীগামী একটি বাস থানার ঠিক সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার এসআই রফিজউদ্দিন আহমেদ জানান, নিহতদের নাম লিটন (৩৬) ও জুয়েল (৩৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চালক দ্রুত বাসটি চালিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পথে কাকলীর কাছে পুলিশ বাস আটকে চালককে গ্রেপ্তার করে।