আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

বিশেষ প্রতিবেদন  :  আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ পরিবেশ দূষণ যার ফলে অতি বৃষ্টি,অনাবৃষ্টি,খরা,বন্য,অতিতপ্ত আবহাওয়া সৃষ্টি হওয়াসহ বিশ্বে জৈবিক জীবন যাত্রায় নানামুখি ধংস ডেকে আনছে!ইটভাটা,প্লাস্টিকের/পলিথিন পণ্যের ব্যবহার কাঠপোড়ানো,গাছকাটা,কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া,খাল বিল,নদীনালা ভরাট করা,ফসলি জমি ধংস করা ইত্যাদিসহ নানা কারণে পরিবেশ রক্ষা হুমকির মুখে পড়েছে।


বিজ্ঞাপন

এসব ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের তেমন কোন তৎপরতা চোখে পড়ে না, যেমন পলিথিন একটি অবৈধ পন্য হওয়া সত্বেও পলিথিনের উৎপাদন, বাজারজাত, পরিবহন সবই প্রসাশনের নাগের ডগায় হয় এ ব্যপারে সরকারের দপ্তর/প্রসাশনকে উদাসীন ভূমিকা পালন করতে দেখা যায়। দেশে অসংখ্য ইটভাটা রয়েছে যারা গাছ পোড়ায় এমনকি তাদের পরিবেশের অধিদপ্তরের ছাড়পত্র পযন্ত নাই এসকল ইটভাটার কার্যক্রম কিভাবে চলমান থাকে?


বিজ্ঞাপন

জনপদে ২৫% বনায়ন প্রয়োজন ঢাকার জনপদে সরকারি হিসাব বলছে ১২%বনায়ন আছে!অন্য সংস্থার রিপোর্ট বলছে আরো কম ৭%।

বিশেষজ্ঞরা বলছেন বনায়ন যদি না বাড়ানো যায় তাহলে ভবিষ্যতে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। আসুুন বনায়ন রক্ষা করি।পলিথিন পন্যের ব্যবহার বন্ধ করি,গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করি।পরিবেশ অধিদপ্তর ও প্রসাশনের তৎপর হওয়াটা জরুরি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *