নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকায় বিকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদের রিপোর্টার হামলার শিকার হয়েছেন বলে এক গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, উত্তরার জনপথ রোডে জমজম টাওয়ার এলাকায় আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সেখানে বেশকিছু লোকের হাতে রামদা, পানির পাইপ ছিল। বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকায় যান সংবাদের রিপোর্টার মহসীন ইসলাম টুটুল। তখনও সেখানে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিলো। মহসীন দূর থেকে মোবাইল ফোন দিয়ে ভিডিও ও ছবি তুলছিলেন।
তখন হাতে পাইপ নিয়ে কয়েকজন তাকে টেনে সামনের দিকে নিয়ে যায়। আর পেছন থেকে কয়েকজন পেটাতে থাকে। একজন তার মোবাইল কেড়ে নেয় এবং কেন ভিডিও করছেন জানতে চান। মহসীন সাংবাদিক পরিচয় দেয়ার পর তাকে আরও মারতে থাকেন। হামলাকারীরা বলেন ‘ভিডিও করা যাবে না’। এরপর ভিডিও মুছে ফেলে মোবাইল ফোন তাকে ফেরত দেন এবং তাকে সেই স্থান থেকে চলে যেতে বলেন।
যে মিছিল থেকে সংবাদের রিপোর্টার মহসিনের উপর হামলা হয়েছে সেই মিছিলে গত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তোফায়েল হোসেনকে দেখা গেছে। তিনি দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে সাড়ে ৫ টার দিক সাবেক এমপি হাবিব হাসনের নেতৃত্বে একটি মিছিল ওই মিছিলের সঙ্গে যোগ দেয়।