কুমিল্লা ময়নামতি কালী বাড়িতে মাসিক ভোগ রাগ কীর্তন ও ফ্রী স্বাস্থ্যসেবা ৪ঠা আগস্ট

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ স্বাস্থ্য

কুমিল্লা প্রতিনিধি  : আসছে ৪ঠা আগস্ট রবিবার সকাল সাড়ে ৯টায় পূর্ণ তীর্থভূমি কুমিল্লা বুড়িচং উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন সাহেব বাজারস্থিত শ্রী শ্রীময়নামতি কালী মায়ের বাড়িতে মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক তপন দেবনাথ, আপ্যায়ন সম্পাদক শংকর দেবনাথ ও সদস্য জীবন চন্দ্র সাহা’র যৌথ আয়োজনে শ্রাবণ মাসিয় ভোগ রাগ কীর্তন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

এতে ভোগ রাগ করবেন শ্রী শ্রী গোবিন্দের চরণাশ্রিত পরমারাধ্য গুরু মহারাজ নরেশ গোস্বামী ব্রহ্মচারী এবং গীতা পাঠ করবেন মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রদীপ দেবনাথ।


বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে ফ্রী রোগী দেখবেন- প্রসূতি বিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বনশ্রী সাহা এমবিবিএস, এফআই পিএস পিএস (ফলো) এবং ডেন্টাল চিকিৎসক ডা.স্বর্ণা বিশ্বাস।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সনাতনী সকল পরম বৈষ্ণব ও ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী ময়নামতি কালী বাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুখেন চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক আয়কর উপদেষ্টা কিংকর দেবনাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *