নিজস্ব প্রতিনিধি : আসছে আগামী ২৬ আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন।
এই পূণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই পালনকর্তা শ্রীবিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করেন। তিনি দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন।
দ্বাপর যুগে শ্রীবিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ।
শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার হিসাবে গণ্য করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন। তাই এই তিথি খুবই পূণ্য। এই পূণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।