আফাজ উদ্দিন (জাফলং) : সিলেট গোয়াইনঘাট উপজেলার ০৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ০৪ নং ওয়ার্ডের নলজুরী উত্তর পাড়া নামক গ্রামের মোঃ নাছির উদ্দীনের ২য় সন্তান কিবরিয়া আহমেদ (১৪) পানিতে ডুবে মারা গেছে।
বুধবার ২৮ শে আগস্ট বেলা ২ টার সময় তামাবিলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে যান,কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও বাড়িতে না যাওয়ার কারনে তার পরিবারের লোকজন তাকে খুজতে শুধু করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
দীর্ঘ সময় খোজাখুজি করে অবশেষে কিবরিয়াকে পানিতে পাওয়া যায়,তাকে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।