নিজস্ব প্রতিবেদক : বন্যাদুর্গত ৯০৫টি পরিবারকে ত্রাণসামগ্রী এবং ১,৯৪০ জনকে চিকিৎসাসেবা দিলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ বন্যাদুর্গত এলাকার ৯০৫টি পরিবাবরের মাঝে ত্রাণসামগ্রী এবং ১,৯৪০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।
আজ রবিবার ১ সেপ্টেম্বর, বন্যাদুর্গত ফেনী সদরের জোয়ারকাছা এলাকায় ৩০০টি, ফুলগাজীতে ২৭০টি এবং ছাগলনাইয়ায় ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০টি এবং নোয়াখালীর বেগমগঞ্জের দেবীপুরে ৩৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে
বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ৫৭০ জন, ছাগলনাইয়া উপজেলা সদরে ৫৮৫ জন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দনা এলাকার ৭৮৫ জনসহ মোট ১,৯৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।