মোঃ রুহুল আমিন, (বিশেষ প্রতিনিধি) : রাজধানীর কদমতলী থানার তুষারধারা আবাসিক এরিয়া থেকে মাজেদা বেগম (৭৩) নামে এক বৃদ্ধা হারিয়ে গেছেন। গত ২১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় নিখোঁজ হন তিনি। মাজেদা বেগম একজন মানসিক রোগী। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উলুকান্দি গ্রামে।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে প্লাজু ও গেঞ্জি ছিল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। মাজেদা বেগমের ছেলে জানিয়েছেন, তার মা কখনো গুছিয়ে কথা বলতে পারে, কখনো পারেন না। তবে তিনি তার ছেলের নাম সোহাগ স্পস্ট বলতে পারে। তার মেয়েদের নাম- বাসুদা, শিমুল, শিরিন, সাহানা ও পপিও বলতে পারন তিনি।
ওনার দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাজধানীর কদমতলি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজের সন্ধান দিতে পারলে চির কৃতজ্ঞ থাকবো।
হারিয়ে যাওয়া বৃদ্ধার খোঁজ পেলে ০১৭৮৩-৫২২২৫২ (ছেলে সোহাগ), ০১৭১১-২০৩৭১৭ (নাতি পাভেল), ০১৯১৬-৩৬৯৭০০ (নাতি বাবু) ও ০১৯১৪-০২৩১৭৭ (নাতি মিন্টু) এই নম্বরে যোগাযোগ করুন।