সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় ৫৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও গরুসহ অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক (সিলেট) :  গতকাল শুক্রবার  ২৭ সেপ্টেম্বর,  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী-১০৮ পিস লেহেঙ্গা-১৬ পিস, স্কিন সাইন ক্রিম-৫৪১০ পিস, মকমলের থান কাপড়-৩৭৪ মিটার, গরু-০৮টি, চিনি, রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৫৩,৭১,৭৫০.০০ (তিপ্পান্ন লক্ষ একাত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা।


বিজ্ঞাপন

জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে। 


বিজ্ঞাপন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *