আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত

জাতীয় সারাদেশ

হাতেখড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক : হাতেখড়ি বিদ্যানিকেতন স্কুলের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমিন ওভারসীজ ও আমিন সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফারুক মিয়া, মো. আলাউদ্দিন ও মো. মোশারফ হোসেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো. নজরুল ইসলাম ও মো. মাসুদ মেম্বার। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রোকনুজ্জামান খোকন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, অংকের দৌড়, বস্তা দৌড়, দড়ি লাফানো, বিভিন্ন রকমের মন মুগ্ধকর ডিসপ্লে, অভিবাবকদের বালিশ খেলা অতিথিদের চোখ বেঁধে হাড়িভাঙ্গা ও সর্বশেষে যেমন খুশি তেমন সাজো। অত:পর শুরু হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের বালক-বালিকাদের যারা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরুল ইসলাম আমিনের নিকট থেকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার গ্রহণ করে। পুরষ্কার বিতরণের পর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভার পূর্বে অভিনন্দন পত্র পাঠ করেন মিস সৈয়দা তারিন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফারুক মিয়া, তিনি তার বক্তব্যে বলেন, সত্যিকার অর্থে অত্র স্কুলের ছাত্র-ছাত্রীরা যে ক্রীড়ার নৈপুন্য প্রদর্শন করে তা সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক। ভবিষ্যতে তারা যেন আরো ভালো ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করতে পারে সেজন্য বিধাতার নিকট দোয়া করেন। তার বক্তব্য শেষে তিনি চারটি ক্ষুদে দরিদ্র মেয়ের ডিসপ্লে দেখে মুগ্ধ হয়ে চারটি স্কুল ব্যাগ প্রদান করেন ও তাদের দলীয়দের অর্থ প্রদান করে উৎসাহিত করেন এবং স্কুলের গরীব ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যতে সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরুল ইসলাম আমিনের বক্তব্যের পূর্বে তাকে স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও অভিনন্দনপত্র দিয়ে সম্মানিত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও ডিসপ্লে দেখে ভূয়সী প্রশংসা করেন ও স্কুলের শৃঙ্খলাবোধ, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উন্নয়ন মূলক কার্যক্রম দেখে তিনি প্রশংসা করেন। ভবিষ্যতে স্কুলের ক্রীড়া নৈপুন্য আরো ভালো করার জন্য স্কুল কমিটিকে আহ্বান জানান। সর্বোপরি তিনি আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন, এই স্কুলের ছাত্র-ছাত্রীর যেন ভবিষ্যতে ভালো ফলাফলের মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হয় এবং তারা যেন দেশ ও গ্রামবাসীর সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন। স্কুলের পক্ষ থেকে তার নিকট যতগুলি স্কুলের সমস্যার কথা বলা হয়, যেমন স্কুলের ছাত্র-ছাত্রীদের যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত করার জন্য ল্যাপটপ সহ প্রজেক্টর, প্রয়োজনীয় আসবাবপত্র ও অত্র প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু। প্রধান অতিথি সবগুলো দাবীই আমিন সোস্যাল ফাউন্ডেশন এর তহবিল থেকে পূরণ করার আশ্বাস দেন। পরিশেষে যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়েছে, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সর্বশেষে সভাপতির বক্তব্যে জনাব আব্দুল লতিফ মাষ্টার বলেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুরদূরান্ত থেকে আগতদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *