বাগেরহাটের  শরণখোলা ও পিরোজপুরের সেতু বন্ধনে বলেশ্বর নদে ফেরি চালু

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) :  বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের পর বন্ধ হওয়া বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাথে সেতু বন্ধনে বলেশ্বর নদে চলাচল ফেরিটি চালু হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  বলেশ্বর নদের তীরবর্তী ফেরিঘাটে চলাচলকারী ট্রলারের মালিক ও সিপিপির সদস্য মোঃ ডালিম জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের তান্ডবে গত ২৬ মে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলায় বলেশ^র নদের তীরবর্তী রায়েন্দা ফেরিঘাটের ফেরি ওঠানামার বেইলি ব্রিজ ও এপ্রোজ রোড় সম্পূর্ণ ভাবে বিলীন হয়ে যায়।


বিজ্ঞাপন

এর পর থেকে প্রায় ৭ মাস ধরে বাগেরহাটের শরণখোলা উপজেলার শতশত পরিবার ও তার আত্মীয় স্বজন এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া, তুষখালি, বামনা, শাপলেজা ও চরদোয়ানির সাথে কয়েক হাজার পরিবারের সাথে সেতু বন্ধনে বলেশ্বর নদে চলাচল ফেরিটি ১১ নভেম্বর সাকাল ৮ টায় মঠবাড়িয়ার মাছুয়া ফেরিঘাট থেকে রায়েন্দা ফেরিঘাটে আসবে বলে জানা গেছে।

ফেরিঘাটের কাজে নিয়োজিত সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা এসও সাধন কুমার জানায়, বেইলি ব্রিজ ও এপ্রোজ রোড় মেরামতে ১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্ধ করা হয়। গত ৩ মাস ধরে কাজ করে একাজ সম্পন্ন করা হয়েছে।

ফেরির স্টেশন মাস্টার ফয়সাল হোসেন জানায়, মাছুয়া ও রায়েন্দা অংশের ফেরিঘাটের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার থেকে ফেরি চালু হবে। আর এতে দুই পারের পারপারকারীরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে বলে তিনি মনে করেন।

এ ব্যপারে সড়ক ও জনপদ বিভাগের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রমানিক বলেন, উভয় পাড়ের কাজ সম্পন্ন হওয়ায় ফেরি চলাচল করতে আর কোনো সমস্যা থাকবেনা। এখন থেকে মানুষ নিরিবিলি এপাড় থেকে ওপাড়ে চলাচল করতে পারবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *