কুমিল্লার বুড়িচং সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযান  : দেড় কোটি টাকা মূল্যের ৪৮,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ আটককৃত মাদক পাচারকারী চক্রের সদস্য।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  :  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ি এলাকায় মাদক বিরোধী বিশেষ একটি অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮,০০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, আজ মঙ্গলবার  ১৯ নভেম্বর, দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ খারেরা বিওপির টহলদল গোপন তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ কুমিল্লার বুড়িচং উপজেলাধীন জংগলবাড়ি নামক স্থানে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল উল্লেখিত জায়গা থেকে ১,৪৬,৬০,০০০ (এক কোটি ছেচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ৪৮,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ জসিম উদ্দিন নামের এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। জব্দকৃত ট্যাপেন্টাডলসহ তাকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *